পুষ্প এবং ছুরি বিষয়ক
চন্দনকৃষ্ণ পাল
পুষ্প ছুড়ে ফেলে
তীক্ষ্ণধার ছুরির পিছু হাঁটা
ভালো নয়।
পুষ্প কাঁদলে
ছুরি হাসে অট্টহাসি
-তারপর
সূর্যের আলো ধার করে
জানান দেয়
রক্ত লিপ্সা কাটানোর মতো
পরিবেশ দূষণ হয়নি এখনো।
পুষ্পের কান্না
দেয়াল সৃষ্টি করে
মনে, মেধায়।
তিনি রবীন্দ্রনাথ
চন্দনকৃষ্ণ পাল
সংক্ষিপ্ত পদক্ষেপে হেঁটে যান তিনি
আমবাগান ছেড়ে পদ্মার দিকে,
কখনো বা বাধানো বকুল তলা-
নিরব মূহুর্ত কাটে তার।
এতটুকু শিশুও জেনে ফেলে
দীর্ঘদেহী দেবদূত ঐ হাঁটছেন
গাঁথছেন শব্দমালা নিরবে নিভৃতে
বুকের গভীরে তার অনন্ত নদী ছুটে দিন রাত্রি
বিন্যস্থ আঙ্গুল থেকে মুক্তো ঝরে যখন তখন।
অঞ্জলী ভরে দেন কাব্য ও গীতে
সমুদয় প্রার্থনা মানুষের হৃদয় চঞ্চল করে
অসীমের পানে ছুটে প্রাণের অর্ঘ্য নিয়ে।
একজন রবীন্দ্রনাথ কোটি মানুষের বুকে
হৃদপিন্ডের স্পন্দনে স্পন্দিত হন চিরকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন