কবিতা-রায়ান নূর

নৈসর্গ-সহবাস

রায়ান নূর


পর্বতের গা বেয়ে নামছে ঝর্ণা
নদীর প্রবাহে লাগে শিহরণ
শ্যামলিমা চিত্র অনুভুত হয়
আর জেগে ওঠে বৃক্ষের মগডাল

মাংসে তার উষ্ণ আভা আর ফিকে গন্ধ
বৃক্ষগুলো কলরবে পথ চলে
মাথা খাড়া পর্বতের সেই চুড়ায়
 
ক্রমাগত নিচ থেকে উপরে

ধারায় বৃক্ষের আদি প্রাণশক্তি
নদীর গতিতে চলে বৃক্ষের দোলনা
 
আর
বাতাসের গর্জন শ্বাস নেই ঘনঘন
অবশেষে সকল কিছু শান্ত হয়
আর প্রকৃতি হয় মায়াবী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন