কবিতা-শাব্বীর আহমাদ

উন্মোচন

শাব্বীর আহমাদ


" আমি স্বপ্ন দেখি
নিদ্রায় নয় পূর্ণ জাগরনে
ঝাপসা নয় পরিস্কার তীব্র দু নয়নে
স্থির মস্তিস্কে প্রবেশ করি স্বপ্নের
মায়াবী জগতে

ধীর স্থির ভাবে হাটি স্বপ্নপুরীর কাননে
অজানা দু একটা ফুল ছিড়ি আনমনে

পাখিদের সাথে খুনসুটি একদুপুর
স্নিগ্ধ ঝর্ণার নিচে আমি জলমগ্ন
এক সাধ্বী পুরুষ

তারপর বনের হরিণীদের চোখে চোখ
রেখে মায়াবী দুপুর
ওদের সাথে আমিও দাঁত দিয়ে ছিড়তে থাকি সবুজ
দূর্বার কোমল দেহ রসে ভরপুর

অতঃপর প্রাতকালীন আলসেমী ছেড়ে হাটতে শুরু করি আবার ,
সবুজ মাঠ, হলুদ ক্ষেত, সোনালী সমুদ্র
পেরিয়ে নীলচে পাহাড়

অনন্তকালের হাটা শেষে অবশেষে অবশেষে ,
তারে দেখে স্থির হয়ে যাই আমি নিমেষে

আমার সমস্ত দেহ নিঃসাড়
কেবলি চেয়ে থাকি অনিমেষ
চোখের পাতাও ভূলে যায় প্রাত্যহিকতা

আমার সামনে কালোমেঘের মত তার অসীম কেশরাজি দুলে উঠে ,

কি মায়াময় সে দুলুনি
কেঁপে উঠে ঠঁোট
বলেআহ ! কী মায়াবতী

চুল থেকে নেমে চোখ স্থির হয় চোখে
যে চোখ আমারে নিশিদিন ডাকে ,

চোখে প্রবল সমুদ্রের জল
বাঁধ ভাঙার আশংকায় কেঁপে উঠে দেহ বাঁকে বাঁকে

চোখ থেকে চোখ নেমে যায় ঠঁোটে
কবি কেবলি নিরব থাকে
নিরবতাই প্রবল স্বরে তার জাঁদুময়তা প্রকাশ করে চলে

ঠঁোট থেকে চোখ নামে সেই উঁচু ভূমিতে ,
পৃথিবীর সমস্ত উঁচু ভূমি যার হিংসায়
অহঃর্নিশ কেঁদে মরে

পৃথিবীর সকল গোলাকার বস্তুই আজ মহান শিল্প ,
শুভ্র গোলকের সে কি মায়াময়
লোহিত চূড়া ,
তীব্র পিপাসায় শুকিয়ে যায় গলা
আমি সুরা চাই সুরা

তারপর পৃথিবীর সবচেয়ে কোমল কটিদেশ
যার মাঝে কালপুরুষের মত জ্বলজ্বলে
ছলনাময়ী গভীরতম নাভি

অতঃপর ,মহাবিশ্বের সবচেয়ে মায়াচ্ছন্ন
রহস্যঘোর প্রদেশের সামনে আমি
ধ্যানমগ্ন হয়ে পড়ি ,

ব্ল্যাকহোল কিংবা দালাইলামার গুহার
রহস্যময়তা যেখানে নিতান্তই তুচ্ছ

অবশেষে , যুগ-যুগান্তরের সাধনা শেষে
সিদ্ধিলাভের পরে
মহান এভারেস্টের মত দীর্ঘ ঋজু প্রেমিক পুরুষ দাড়িয়ে,

গ্রীবায় ঘোড়ার কেশরের মত কেশ উড়িয়ে
প্রবল মন্ত্র উচ্চারনে যায় এগিয়ে
শীতকাল থেকে বসন্তের দিকে

অবশেষে অবশেষে
চোখে চোখ, ঠোঁটে ঠোঁট
উষ্ঠে উষ্ঠ ,উরুতে উরু
স্বপ্নময় প্রেমের অনন্ত অধ্যায় শুরু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন