কবিতা-মনসুর আজিজ

বাগানবিলাসের মতো

মনসুর আজিজ



প্রার্থনার ভঙ্গিতে বসি তোমার পাশে
বাগানবিলাসের মতো পূণ্য জড়িয়ে ধরেছে তোমাকে
কান্নার ফোঁটাগুলো ফুল হয়ে হাসতে থাকে দুহাতের কররেখায়
আমাকে জড়িয়ে ধরেছে নিস্ফলা স্বর্ণলতা
রোমন্থনে জেগে ওঠে রক্তের নদী
বুনোবৃক্ষের আলিঙ্গনে ক্রমাগত হয়ে যাচ্ছি বুনোকাঁটাগাছ

প্রার্থনার ভঙ্গিতে চেয়ে আছি। অধীর ধ্যানীমাছ
ঝোপঝাড়ে কান পাতি শুনে যাই প্রকৃতির সংলাপ
আলোয় আঁধার খেলা শব্দ পুরান
পাঠ করে হয়ে যাই আদি সন্নাস
তীর্থের সন্ধ্যানে পথ চলি বুদ্ধু ঋষি।

প্রার্থনার ভঙ্গিতে চেয়ে আছি তোমার দিকে
সাকিন ভুলে হয়ে গেছি মুসাফির কখন
মিলেনি দেখা তোমার আকার-ইঙ্গিতে
জড়িয়ে ধরেনি আজো কোমল দুটি হাত
বাগানবিলাসের মতো আমার এই কাঁটার শরীর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন