নিজের পায়ে দাঁড়াও
আমিনুল ইসলাম মামুন
নিজের পায়ে দাঁড়াও সবে
নিজের পায়ে দাঁড়াও
পরনির্ভর জীবনটাকে
পায়ের তলে মাড়াও।
চিৎ করো না হাতটাকে আর
উপুড় করো উপুড়
হৃদয় আকাশ রাখবে সাদা
সন্ধ্যা সকাল দুপুর।
হতাশ হয়ে বসে থাকা
নয়তো উচিৎ কারো
শ্রমের গুণে জীবনটাকে
করবে দামি আরো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন