কবিতা-আশফাক্ব হাবিব চৌধুরী

ভাঁসি পৃথিবী

আশফাক্ব হাবিব চৌধুরী


আমি যেথায় তুমি হেতায়
কেমনে পারি যাইতে ?
মানব জিবন - এমনি হয়
বেদনা কাহারে সহিতে।
আমি চেয়ে দেখি চারিদিক
ধু ধু মরু, উত্তপ্ত বাতাস।
স্বপ্নিল জিবনের চোখেমুখে
অনন্ত হা-হুতাস।
আমি হাটতে গিয়ে প্রাচীর পড়ে
কেমনে পারি যাইতে ?
নেই হাতুড়ি,
নাইকো মিস্তিরি
বল- কেবা পারে ভাঙতে ??
হাসিয়া হাসিয়া
যায়গো কাটিয়া
সন্ধ্যা, সকাল, সারাদিন।
ভাবি বাউল সাজিয়া বেড়াইব
গাহিয়া
তাক দিনা দিন দিন।
আমার বীণার তারে ঝংকার উড়ে
বাচাও সকলে তাহারে
না খাইয়া                    আছে যে বসিয়া
ডাস্টবিনে পাইয়াছ যারে।
আমার গানের সুর হয় গোধূর
রক্তাক্ত আলাপনে।
পথে ফেলা লাশ জুড়ায় আকাশ
সন্ধ্যার আবাহনে।
আমি উড়তে চলি আমার গলি
ভেঙে যায় পাখানা।
বিষাক্ত বাতাস প্রেতবৎ কুহাস
দুরমুশ ছাই হয় বালাখানা।
দু-পা অচল মায়ের আঁচল
মুছে অন্ধের কান্না।
আষাঢ়ের ঝড়ে
বৈশাখী হাওয়াতে
মুছে যায় 'স্বপ্ন অপূর্ণা'
মিথ্যে সকাল কুলষিত সন্ধ্যা
স্বপ্ন দেখায় অবিরত।
আমি শুয়ে শুয়ে থাকি জেগে
অভ্যাসে পরিনত।
গোধূলি বেলায় হেরে যাই
হেলায়
মিথ্যে আমার প্রশ্নরাশি।
পৃথিবীর সুখ মানবের দু:
সব হয়েছে ভাঁসি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন