হেটে চলেছি আমি বন জোছনায়...
ফারজানা শারমিন মৌসুমী
হেটে চলেছি আমি বন জোছনায়
পড়েছি রঙধনু রঙ শাড়ি
অপরূপ চন্দ্রাহার তারার গহনা
কানে পড়েছি জোনাকির দুল , হাতে ঝিনুকের চুড়ি
নি:শব্দ সীমাহীন গহীনে আকাশ
হলো সাথী
একাকী হেটে চলেছি আমি বন জোছনায়
দেখেছি বাদুর আধারে ডানা মেলে যায় হীম জোছনায়
রহস্যময় আবেগীমন চায় পূর্ন স্পন্দন
যেতে চায় গভীর থেকে গভীরতম সমুদ্রে
যেখানে অনাবিল আনন্দ স্বপ্নের বিথীকায়
হেটে চলেছি আমি বন জোছনায়.................ණ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন