তোমাকে আর ভোলা হল না
অনির্বাণ মিত্র চৌধুরী
তোমাকে আর ভোলা হল না।
আমার সমস্ত চিন্তায়,
সমস্ত স্বত্বায়,
সমস্ত অনুভবে
শুধু তুমিই মিশে আছো।
প্রতিটা হৃদস্পন্দনে,
নিউরণের প্রতিটি অনুরণনে
শুধু তোমার নামই ধ্বনিত হয়।
আমার প্রতিটা দিনের শুরু হয়
তোমার প্রার্থনায়
মন্ত্রের মত জপি তোমার নাম।
জেগে থেকেও যেন স্বপ্ন দেখি;
মনের ক্যানভাসে ছবি আঁকি-
তুমি, আমি - দু'জন দু'জনার।
ভালবাসা যদি মাপা যেতো, তবে মেপে দেখাতাম
কতটা তোমায় ভালবেসেছি, কতটা ধারণ করেছি তোমায়
আপন স্বত্বায়।
তুমি তো পরবাসী মেঘের মতো
উড়ে গেছো আমার আকাশ থেকে
অশান্তির কালো মেঘ ছড়িয়ে দিয়েছো অগোচরে
আমি নিরাশার নোনাজলে ডুবে ডুবে ভাসছি যেন,
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে আমার সাজানো স্বপ্নরা।
অনেকবার ভুলতে চেয়েছি তোমায়,
তোমার স্মৃতি মন থেকে মুছে ফেলতে চেয়েছি বহুবার।
কিন্তু পারি নি কখনো।
সেইসব স্মৃতিরা আমায় যেন আরো দুর্বল করে দেয় তোমার প্রতি,
আরো বেশি মায়ায় জড়ায়!
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে এখনো তোমারই বসবাস;
আর তোমার জীবনে আমি হয়তো পুরনো এক ইতিহাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন