কবিতা-পার্থ ঘোষের ২'টি কবিতা

দুজনের ভালোবাসা

পার্থ ঘোষ


তুইও বেসেছিস ভালো,
আমিও বেসেছি,
তবুও কোনোদিন, দুজনে,
আসিনি কাছাকাছি

তোর ভালোবাসাতে,
ছিল অনেক চাওয়া,
আমার শুধু স্বপ্ন ছিল,
সুখের জীবন পাওয়া

তোর চাহিদা মেটাতে গিয়ে,
হয়েছিস তুই রাধা,
ভালোবাসার ভাগ, দিসনি আমায়,
করে দিয়েছিস আলাদা

আমার ভালোবাসার,
তুই ছিলিস ঠিকানা,
কিন্তু তোর ভালোবাসাতে,
আমি ছিলাম না

তোর ভালোবাসার,
মানুষ ছিল ভিন্ন,
আমার ভালোবাসা,
নীরবে হয়েছে পূর্ণ।।





অন্য কেউ

পার্থ ঘোষ



চোখ তোর অন্যদিকে,
অন্য কাকে খুজতে,
আমিও চোখ ফিরিয়ে নিই,
চোখের জল এড়াতে।

অনেকদিন বলিসনি কথা,
নিজস্বতা বেড়েছে তোর,
আমারও একাকীত্ব বেড়ে গেছে,
কথা বলার,পাইনা জোর।

আঙ্গুল তোর,পাচটা ছিল,
কিন্তু আঙ্গুলের ফাকে আঙ্গুল ছিল না,
আমার হাতেও আঙ্গুল ছিল,
আগে এতটা ফাকা লাগত না।

ধরিসনি এই বাড়ানো হাত,
ভরসা আমায় করিসনি,
আমিও ভরসা করে,
আর কাউকে ভালোবাসিনি।

জানিনা,জল এসেছিল কোথা থেকে,
উঠেছিল একটা ঢেউ,
না বলেই, বুঝিয়ে দিলি,
আমি নই,তোর জন্য অন্য কেউ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন