জানি না ভালোবাসা কি
হাসানুর রহমান
জানি না ভালোবাসা কি
জানতেও চায় না ।
শুধু
জানি তোমাকে ।
বুঝি না
চোখের ভাষা
বুঝতেও
চায় না ।
শুধু
বুঝি তোমাকে
জানি না
চোখে চোখ রেখে
অপলক
দৃষ্টিতে তাকিয়ে থাকতে ।
শুধু
জানি আমার এই অশান্ত চোখ
সারাক্ষণ
তোমাকেই খুজে ।
পারিনা
গভীর আবেগ নিয়ে
ভালোবেসে
জান বলে ডাকতে ।
তবে এক
পলক তুমি কাছে না থাকলে '
মৃত্যুর
যন্ত্রণা বোধ করি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন