জয়ধ্বনি
মিকসেতু মিঠু
ধূসর দেয়াল হয়ে গেছে
রঙিন
ফাঁকা রাজপথ আজ ভরপুর,
দেখে যাও প্রবীণ-
তারুণ্যের কণ্ঠে বাজে
তোমার সুর।
রাজাকার সব হবে ছারখার
এই মিছিল আর স্লোগানে,
আরশ কাঁপে তাঁর
ভগবানরা তবুও নিরাকার।
চাই না নতুন কোনও আইন
কুকুর মারতে লাগে
কুকুরের আদেশ
এই আমার স্বদেশ?
অনুরোধের দিন শেষ
এখন ভরা ফাগুন,
কোনও কান্না নয়
জ্বলবে সত্যের আগুন।
তবে আর দেরী কেন?
পাপের গায়ে ঢাল বারুদ
আর অগ্নি;
আমরা তৈরি হয়ে আছি
করবো জয়োধ্বনি ।।
হুইসেল
মিকসেতু মিঠু
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যুবক আর
যুবতী ট্রেনের ভেতর
হয়েছে সময় এবার
বিদায় জানানোর।
যুবতীর মুখ ভার
চোখে সংশয়
যুবকের মুখে স্মিত হাসি
হৃদয়ে উথাল-পাতাল ঝড়।
গার্ডের হাতের সবুজ আলোড়ন
আর ট্রেনের হুইসেলে গতি,
যুবকের হৃদয় যেন রেল লাইন
চিরে চলে যায় যুবতী।
আমি কেবল ভাবতে থাকি-
কি আজব ট্রেন এক একটা মানুষ !
সিগন্যাল ডাউন হয়ে গেলে
বন্ধ হয়ে যায়;
ওড়ে না ফানুস।
ভেতরে যখন হুইসেল বেজে ওঠে
দেয় ছুট শূন্যের দিকে-
পড়ে থাকে প্রিয় কিছু স্মৃতি
মায়ার প্ল্যাটফর্ম টানে ইতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন