আমি
আশফাক্ব হাবিব চৌধুরী
আমি বলে কাওকে চিনি না
সে হয়ত আমার পাশে
কিংবা আমার সাথে,
তবু তার স্বাদ আমার অপরিচিত।
সে হয়ত আমার পাশে
কিংবা আমার সাথে,
তবু তার স্বাদ আমার অপরিচিত।
আমি কখনও
মনের মাঝে
স্পৃহা জাগায়
আমাকে চিনতে গিয়ে
গা-কাটা দিয়ে উঠে।
আমি এত নিষ্ঠুর, নিলাজ!
স্পৃহা জাগায়
আমাকে চিনতে গিয়ে
গা-কাটা দিয়ে উঠে।
আমি এত নিষ্ঠুর, নিলাজ!
তবু আমি
আমাকে ভালবাসি।
প্রান,মান, মন দিয়ে পাষাণ গড়ে তুলি।
আমি আমাকে শুনিনি
কারণ আমায় শুনতে দেয়েনি
আমাকে আমায় আমার আমি।
প্রান,মান, মন দিয়ে পাষাণ গড়ে তুলি।
আমি আমাকে শুনিনি
কারণ আমায় শুনতে দেয়েনি
আমাকে আমায় আমার আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন