কবিতা-তুলি চৌধুরী


অব্যক্ত গোপন কথা

তুলি চৌধুরী

লাটিমের মতো ঘুরন্ত পৃথিবীতে
মেপে দেখা হয়নি পাড়ি দেয়া পথের দুরত্ত্ব ।।
হিসেব হয়নি সূর্যের আলোয় চুমু খাওয়া ,
সময়ের সাথে বয়ে যাওয়া বছরের সংখ্যাও ।।
দীর্ঘ এই বায়বীয় পথ চলতে
দেখা মিলেছে অনেক কিছুর,
কুড়িয়েছি আনন্দ , বেদনার ঝিনুক মুক্ত রাশি ।।
অতিতের উস্কানি সময়ের ভাবনাগুলো
স্মৃতির গায়ের কাপড় খুলতে মহা ব্যস্ত ।।
কখনো দেখা হয়নি ভালবাসার চেহারা ,
বিষাদের ছায়াকে সঙ্গী করে ,
বেদনার নীল রঙ গায়ে জড়িয়ে
অন্ধকার রাতের ঘরে হাতড়ে খুঁজে ফিরি
ভালবাসার চেহারার সন্ধান ।।
প্রিয় দুর্বলতাকে যত্ন করে লুকিয়ে রেখে
শূন্য হৃদয়ে প্রশ্ন তুলি- থাক না পড়ে যেমনটি আছে ,
কি আর হবে উন্মুক্ত করে
জীবনের অব্যক্ত গোপন কথা ।।
জোড়াতালির জীবন যেমন যাচ্ছে যাক না,
যেমন বয়ে চলে সময়ের স্রোত ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন