মৃত্যুর ফাঁদে ভবিষ্যৎ
এ.বি.এম সোহেল রশিদ
..............................................
চাঁদের রূপোলী বৃষ্টিতে দেখেছি আঁধারের বিমূর্ত রূপ!
বিছানায় নামে নির্লজ্জ ঝড়! আত্মার শরীরে মুক্তি
আলোয় বন্দী অস্থির রাত! শুভারম্ভ নতুন সকাল।
স্বপ্নমাখা ঘুম! চাঁদের গালে দেয় চুম! নির্বিকার আঁখি!
নির্ঘুম পাপড়িতে স্বপ্নদের ভীর! এলোমেলো ভাবনার বাগান!
সঙ্গীর প্রতীক্ষায় ‘ব্যস্তদিন’!সম্ভাবনার কাছে পরাভূত ‘অস্থির’
এক বুক তৃষ্ণা, বাড়ায় ক্ষুধা! অতৃপ্ত আত্মা বেসামাল
দহন! আগুনে আগুনে সন্ধি! সুখের করতলে আত্মা বন্দী
সংকটের রাজ্যে হাহাকার!বিরহ আর ভালবাসা একাকার!
নির্মাণাধীন ভালবাসার বেসামাল চিৎকার!ভেঙ্গেছে অহংকার
হদয়ে আড়াআড়ি কাঁটাতারের বেড়া!রৌদ্রে মাখামাখি বিষবৃক্ষ
ঝরাপাতায় তাম্র প্রলেপ!বিচ্ছেদের আলাপন!বাতাসে অশ্রু ঝড়
সীমান্তে সাক্ষীর তিরস্কার!বায়বীয় ভালবাসায় জীবন পারাপার
শিকড়ের খুঁজে বৃক্ষ উৎপাটন!আবেগের পলিতে বীজ বপন
বর্তমানের হাতে প্রতারিত অতীত!মৃত্যুর ফাঁদে ভবিষ্যৎ
উদ্দীপক উষ্ণ নিঃশ্বাসের বিরতিহীন উচ্ছ্বাসে ক্ষয়িষ্ণু চাঁদ
অপেক্ষায় থাকে একটি মাত্র রাত! প্রতিদানের পাত্র হাতে
পরাজিত বাসনার হবে এবার অঙ্কুরোদগম!সমর্পিত দেহ!
জেগে উঠুক প্রাণ!বিজ্ঞাপিত ঠিকানায় আর নয় বসবাস
নক্ষত্রের মাঝে বিশ্বাসের স্থায়ী নিবাস!দীর্ঘশ্বাস হয়ে যাব!
বিছানায় নামে নির্লজ্জ ঝড়! আত্মার শরীরে মুক্তি
আলোয় বন্দী অস্থির রাত! শুভারম্ভ নতুন সকাল।
স্বপ্নমাখা ঘুম! চাঁদের গালে দেয় চুম! নির্বিকার আঁখি!
নির্ঘুম পাপড়িতে স্বপ্নদের ভীর! এলোমেলো ভাবনার বাগান!
সঙ্গীর প্রতীক্ষায় ‘ব্যস্তদিন’!সম্ভাবনার কাছে পরাভূত ‘অস্থির’
এক বুক তৃষ্ণা, বাড়ায় ক্ষুধা! অতৃপ্ত আত্মা বেসামাল
দহন! আগুনে আগুনে সন্ধি! সুখের করতলে আত্মা বন্দী
সংকটের রাজ্যে হাহাকার!বিরহ আর ভালবাসা একাকার!
নির্মাণাধীন ভালবাসার বেসামাল চিৎকার!ভেঙ্গেছে অহংকার
হদয়ে আড়াআড়ি কাঁটাতারের বেড়া!রৌদ্রে মাখামাখি বিষবৃক্ষ
ঝরাপাতায় তাম্র প্রলেপ!বিচ্ছেদের আলাপন!বাতাসে অশ্রু ঝড়
সীমান্তে সাক্ষীর তিরস্কার!বায়বীয় ভালবাসায় জীবন পারাপার
শিকড়ের খুঁজে বৃক্ষ উৎপাটন!আবেগের পলিতে বীজ বপন
বর্তমানের হাতে প্রতারিত অতীত!মৃত্যুর ফাঁদে ভবিষ্যৎ
উদ্দীপক উষ্ণ নিঃশ্বাসের বিরতিহীন উচ্ছ্বাসে ক্ষয়িষ্ণু চাঁদ
অপেক্ষায় থাকে একটি মাত্র রাত! প্রতিদানের পাত্র হাতে
পরাজিত বাসনার হবে এবার অঙ্কুরোদগম!সমর্পিত দেহ!
জেগে উঠুক প্রাণ!বিজ্ঞাপিত ঠিকানায় আর নয় বসবাস
নক্ষত্রের মাঝে বিশ্বাসের স্থায়ী নিবাস!দীর্ঘশ্বাস হয়ে যাব!
রক্ত ঋণ পরিশোধে উদগ্রীব মিছিল
এ.বি.এম সোহেল রশিদ
..............................................স্বেচ্ছাতন্ত্রে অবগুণ্ঠিত ছিল যত ঘৃণিত কুট-কুশীলব
তারুণ্যর হেঁচকা টানে নগ্ন এখন তাদের স্বরূপ
দ্রোহের একেকটি মুষ্টিবদ্ধ হাত লক্ষ আগ্নেয়াস্ত্র সমান!
ঐক্যবদ্ধ জনতার রণ দামামায় প্রকম্পিত জমিন
স্বাধীনতার প্রশ্নে রক্তের ভিতর প্রতিশোধের উল্লাস
মুহূর্তেই বিধ্বস্ত সগোত্রীয় বিশ্বাসঘাতকের মিথ্যে প্রাচীর
অগ্রসরমান তারুণ্য! অপ্রতিরোধ্য ভাঙ্গনের স্লোগান
রক্ত ঋণপরিশোধে উদগ্রীব মিছিল! বিস্ময়ে তাকিয়ে স্বদেশ!
মায়ের আঁচলে সাজাতে ফুল, এখনও একুশের রাত নিদ্রাহীন
দু’হাত ভরা পুষ্পাঞ্জলিতে রঙ্গিন স্মৃতিসৌধের উঠোন।
প্রকৃতির অঞ্জলি! পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ায় রক্ত আগুন
এ ভাষার রক্ত! স্বাধীনতার রক্ত! শহীদের রক্ত!
ত্রিশ লক্ষ প্রাণ আর তিন লক্ষ মা-বোনের ক্ষোভর দহন
বুকে এখনও নিক্বণের মত বাজে শহিদের আত্মার পদধ্বনি
চাই বিশ্বাসের সাথে ঘাতকের সংঘাত!চাই চেতনার পরিস্ফুটন!
বিচলিত হইও না পথ যাত্রী! ওরা জেনে গেছে
সময় এখন যৌবনের!পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ছড়িয়ে দেয়ার
সময় এখন দ্রোহের!বিশ্বাসঘাতকদের ক্রোধে পুড়িয়ে মারার
সময় এখন প্রতিশোধের! মা-বোনের ধর্ষকদের ঝুলিয়ে দেয়ার
সময় এখন স্লোগানের! মিছিলের সুনামিতে জঞ্জাল ভাসিয়ে দেয়ার।
আঁতাতে নয়! আশ্বাসে নয়! ক্ষমতার ইঁদুর দৌড়ে নয়!
দেখা হবে মুক্ত বর্ণমালার স্বদেশে! দেখা হবে বিজয়ে আবার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন