একটা গল্পই লিখতে চেয়েছিলাম
অনির্বাণ মিত্র চৌধুরী
তোমাকে নিয়ে একটা গল্পই লিখতে চেয়েছিলাম
একটা নিছক প্রেমের গল্প, অন্য কিছু না।
যে গল্পের নায়িকা শুধু তুমিই;
শুরু থেকে শেষ পর্যন্তই থাকবে তোমার বন্দনা।
তুমিময় সেই গল্পের শুরুটা কিভাবে হবে
তা নিয়ে অনেক, অনেক ভেবেছি।
অনেক শব্দ খুঁজেছি অবিরাম,
কত রাত নির্ঘুম কাটিয়েছি।
কোন সূচনাই মনঃপূত হয়নি,
কাগজের পর কাগজই শুধু ছিঁড়েছি।
সমস্ত ঘর জুড়ে ছেঁড়া কাগজের মিছিল
কাগজের ডাস্টবিনে বসবাস করেছি।
তবুও পাই নি খুঁজে যথার্থ সূচনা
তাই তোমার উপমাও আর হয়নি দেয়া।
আর হয়নি সেই গল্পও লেখা
হয়তো তুমি অদৃশ্য কোনো মায়া!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন