ছড়া
শামীম পারভেজ
একতারাটা আনো দেখি
একটা গান গাই
মনের সুখে গাইতে গাইতে
বাউল হয়ে যায়।
ঢোলটা আনো দেখি
টাগডুম টাগডুম বাজাই
বাজাতে বাজাতে সেটা
ঢুলি হয়ে যায়।
বাঁশিটা আনো দেখি
বাজাই বসে গাছ তলা
সুরে সুরে হারিয়ে যায়
আর হই বাঁশিওয়ালা।
তবলাটা আনো দেখি
বাজাই তা ধিন তা ধিন থই
তালে তালে বাজাতে বাজাতে
এবার তবলছি হই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন