ব্যারিকেড!
শ্রীশুভ্র
.......................................
সমস্ত যুদ্ধের অবস্থানে যেদিকে তাকাও সব পাতা
শাদা হয়ে গেছে! সৎকারের
সময় সব মতবাদ মতাদর্শের মুখ কালো!
অম্লান সূর্য্যের অভীপ্সায়
জোনাকির শিয়রে বসে থেকো! পাঁজরের নিঃশব্দ প্রহরীর আস্তিনে তুলে দাও
জ্যোৎস্নার তরবারি!
সাম্রাজ্যের লেলিহান শিখা
মানুষের ঘুমে দখল করেছে স্বপ্ন! চোখের পাতায় আদর
দিয়ে সোহাগে; বেনের হাতে
তোমার শ্রমের সত্ব!
তবুও শিকড় মাটির অতলে
দৃঢ় থাক! হাতের মুঠোতে
স্বাধীনতার সংশ্লেষ! ব্যারিকেডে বাজুক কুরুক্ষেত্রের দামামা!
বন্ধু তুমি কি মুখের কথায়
বিকোবে! প্রচার যন্ত্রে মহাপুরুষ সাজে জল্লাদ!
ভ্রষ্ট সময় জীবন এখানে জ্বলবে!
হাজার বছর এখনো একটু
হাতে থাক! প্রগাঢ় বেদনা
যুগে যুগে ফল ফলবে!
অম্লান সূর্য্যের অভীপ্সায়
জোনাকির শিয়রে বসে থেকো! পাঁজরের নিঃশব্দ প্রহরীর আস্তিনে তুলে দাও
জ্যোৎস্নার তরবারি!
সাম্রাজ্যের লেলিহান শিখা
মানুষের ঘুমে দখল করেছে স্বপ্ন! চোখের পাতায় আদর
দিয়ে সোহাগে; বেনের হাতে
তোমার শ্রমের সত্ব!
তবুও শিকড় মাটির অতলে
দৃঢ় থাক! হাতের মুঠোতে
স্বাধীনতার সংশ্লেষ! ব্যারিকেডে বাজুক কুরুক্ষেত্রের দামামা!
বন্ধু তুমি কি মুখের কথায়
বিকোবে! প্রচার যন্ত্রে মহাপুরুষ সাজে জল্লাদ!
ভ্রষ্ট সময় জীবন এখানে জ্বলবে!
হাজার বছর এখনো একটু
হাতে থাক! প্রগাঢ় বেদনা
যুগে যুগে ফল ফলবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন