প্রেমের সজ্ঞা
জিয়াউর রাহমান জনি
প্রেম মানে কী?
বুঝিনা,
তাই প্রেমের অর্থ
খুঁজিনা।
প্রেম নিয়ে লিখিনা কাব্য
কিংবা গল্প,
আজকে কেন প্রেম নিয়ে করছি কল্প।
হঠাৎ পড়ন্ত বিকেলে
রমণীর হেঁঠে
যাওয়া,
আমার কবি মনে লাগে হাওয়া।
সেই থেকে প্রেমের
খুঁজি উপমা,
আদর করে তাকে ডাকি
সুদুরতমা।
বাড়ন্ত বয়সে তার
হাবুডুবু খাই,
প্রেম?তার মানে কী?
আমি প্রেমের সজ্ঞা খুঁজে বেড়াই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন