কবিতা-মোহাম্মাদ আমজাদ হোসেন


অসভ্য নগরী  

মোহাম্মাদ আমজাদ হোসেন

যে কল্পনা আজ আল্পনা আকা দেয়ালে
তা যেন এক একটি বেদনার জল কালিতে আকা
তবুও কেন যেন নিপুণ সৃষ্টির ,দৃস্টিতে  
ভাসা ভাসা জল রং এর নাচুনি দেখে
মনের অসভ্য. অনচলে, তা শুধু স্তন ঘ্রান দিয়ে চলে।
তার দৃস্টি নীহিত. ক্যানভাসের রং এর মাঝে
তবু তো পুরুষ ক্রমে নারী  রং দেখে, জল খোজে
বেহুসার দেহে যেমন ব্রা স্তন ধরে রাখে 
দেখ ক্যানভাসের জল রং ভিন্ন কথা বলে
তবুও উপমার নদী আজ অসভ্য
নগরীর বেশ্যার নিতাম্ভ শিল্পে ভরা
তবুও
যে কল্পনা আজ আল্পনা আকা দেয়ালে
তা যেন
এক একটি বেদনার জল কালিতে আকা 
কাব্য জল রং এর ক্যানভাস এই অসভ্য নগরীতে

উতসর্গ : কবি সঞ্জীব পুরোহিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন