তুমি
-কানিজ ফাতেমা খুশী
নীলাভ নীলের,
অঢেল সমারোহ
অঢেল সমারোহ
আকাশের চতুরাংশে।
ধু ধু প্রান্তর,
আকাশের
ছায়াতলে
তুমি একা,
নির্ঝরিণীর
পাশে,
নিশ্চল রয়েছো দাঁড়িয়ে
অপলক চেয়ে।
বিস্ময় তোমার চোখে মুখে,
বলি,
ভাবছো কি তুমি?
কি চাও তুমি জানতে,
সুশোভিত সবুজের কাছে,
উদার আকাশ ?
অসীম নীলিমা ?
না,
হিজল তমালের ছায়া সুন্দর,
নরম মোলায়োম কচি ঘাসের
সবুজ পাতানো বিছানা ?
নাকি,
তোমার মনের গহীন কোণে
লুকানো
সেই দুটি দেহের
অভিন্ন
হৃদয়টিকে ?
না,
আনমনে শুধু,
সাজিয়েই রাখো আমায়
তরুলতা আর ফুলে ?
না, আমি জানি,
তুমি রাখো আমাকে,
আমার নামকে
আমার
স্মৃতিকে,
দিবা-রাত্রি বুকে তুলে।
আর,
সাজিয়ে যাও ধরণী
তরুলতা ও ফুলে।
বলো, বিপ্লব ছাড়া
কভু
কি
মুক্তি আসে,
না আসবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন