অসমাপ্ত ভাবনা গুচ্ছ-১৪
কি আজিব রঙ্গরে ভাই,
এক বস্তা নামাবি বলে
দুটোই তুলে দিলি।
অসমাপ্ত ভাবনা গুচ্ছ-১৫
মসকারি কর ভালো কথা
তাই বলে তুই দেশ শুদ্ধ
মুতিয়ে ভাসাই দিবি?
(কাদের মোল্লার রায় শোনার পর)
অসমাপ্ত ভাবনা গুচ্ছ-১৬
হাতে নেই মরনাস্ত্র।
তাতে কি?
আছে মুষ্ঠিবদ্ধ হাত,
স্লোগান মুখর কন্ঠস্বর,
আছে অঙ্গার ভরা চোখ।
নেই সহিংসতার হুঙ্কার।
তাতে কি?
অটল পর্বত মনে,
পারবে কি বাধা দিতে?
অসমাপ্ত ভাবনা গুচ্ছ-১৭
অসংখ্য ভীড়ে হারিয়েছি আমি বহুদিন
হারিয়ে খুজেছি আমার আমিকে
পেয়েছি আমাকে
কখনও অবাঞ্ছিত,
কখনও নগন্য,
কখনও ভীড় বাড়ানোর যন্ত্র রুপে।
কিন্তু আজ নিজেকে পেয়েছি,
পর্বত সম দৃঢ়তায়, অটল অবিচল,
ভাটার টানের সংহারি রুপে। (৭ ফেব্রুয়ারি ২০১৩, প্রজন্ম চত্বর, )
অসমাপ্ত ভাবনা গুচ্ছ-১৮
পতাকা হয়েছে কাফন
রাজপথ আজ কফিন
রক্ত দিয়ে, মুছে দেই চল
আবর্জনা যত।
(থাবা বাবার মৃত্যুর পর)
অসমাপ্ত ভাবনা গুচ্ছ-১৯
পকেট ভর্তি মৃত্যু হুমকি
থোড়াই কেয়ার করি
এখনো বুঝনি
এখনো জাননি
বাঘের মুখে হাত দিয়ে আমি
সহজেই পাশা খেলি
(হুমকি ধমকির ফোন আসার পর)
---------রাশেদুল হাসান
