কবিতা-শাব্বীর আহমাদ

" তোমাকে ছাড়া আমি কেমন আছি ? "

শাব্বীর আহমাদ


" - তারপর অনেকদিন হল , কেমন আছ তুমি ?
*
ভালোই তুমি কেমন আছ ?
-
তুমি ছাড়া যেমন থাকি
*
কেমন থাক ?
-
ভালো না
*
তাহলে ? খারাপ ?
-
হয়তোবা

*
আমি থাকতেও তো কখনও ভালো ছিলেনা
ভালো ভাবে কথাও বলনি
আমার থাকা না থাকাতে তোমার কি আসে যায় ?

-
কি জানি ! কি আসে যায় জানিনা
শুধু জানি আগে আমার রাতে ঘুম ভাঙত না

এখন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়
চেয়ে দেখি তুমি পাশে নেই
আমার কাছে চারপাশটা বিশাল 
এক মরুভূমির মত লাগে
বিছানার চাদর গরম বালির মত হয়ে যায়
বুক ছটফট করে
ঘামে সারা দেহ ভিজে যায়
অনেক দূরে কোঁকড়াচুলো বিষন্ন এক
বালিকাকে দেখতে পাই
আমার ভারী পিপাসা লাগে
আমি পাগলের মত ছুটতে থাকি ...
খুব কাছে গেলে পড়ে হঠাৎ চোখ অন্ধকার
হয়ে আসে ...
আমার খুব অসহায় লাগে
খুব অসহায় লাগে
দূর থেকে আবছা আবছা শুনতে পাই
মুয়াজ্জিনের আহবান ...
ধীরে ধীরে কেটে যায় ঘোর
পাশে চেয়ে দেখি তুমি নাই
বুকের ভেতর হঠাৎ কে যেন
ডুকরে কেঁদে উঠে
আমার তখন খুব একা লাগে....
খুব একা লাগে

এখন বল আমি কেমন আছি ? "

1 টি মন্তব্য: