কবিতা-রনক জামানের ২টি কবিতা

ইহাও একটি কবিতা হবার কথা ছিল

রনক জামান


আজকালের মধ্যেই আমি মানুষ হয়ে যাব যেন কবে কবে অমানুষ ছিলাম
কেন কেন অমানুষ ছিলাম উইল ফাইন্ড দ্য এরোর!
আমাদের মানুষ হতে হয় ইউরোপআমেরিকা চেনার তাগিদে
আমাদের মানুষ হতে হয় তর্জনী মধ্যমার ভি সাইন বোঝার নালিশে
আমাদের মানুষ হতে হয় গৃহপালিত পশু হবার সুবিধায়
আমাদের মানুষ হতে হয় সহজ কিছু হিসেব পাকিয়ে জটিল সমাধানে
আমাদের মানুষ হতে হয় স্বর্গ আর নরকের সেই গানিতিক জ্ঞানে
আমাদের মানুষ হতে হয় অপ্রাসঙ্গিক যত বাকিসব জানতে
অথচ নিজেকে চেনার জন্য এতকাল অমানুষ হয়ে ছিলাম যতটুকু চিনেছি
জেনেছিতারও বেশি অচেনা অজানা রয়েছি তোমাদের জগতে
লেট মি বি  মানুষ অব ইউর খোঁয়াড়!

আমার স্বপ্নগুলো

রনক জামান


আমার স্বপ্নগুলো অন্যরকম ফাঁকে ফাঁকে চলে বিজ্ঞাপন বিরতি
টস করে হিসেব মেলাই কোনটা কখন দেখবঅগোছালো স্বপ্নের শিডিউল;
ট্রেনের হুইসেলকে রেফারীর বাঁশি মনে হয়লালকার্ডকে ভেবে বসি ট্রাফিক সিগনাল,
এইবুঝি খেলা শুরুএইবুঝি যাত্রাবিরতি অথবা বিরতির কোন যাত্রা
আমার স্বপ্নগুলো অন্যরকম তিন সেকেন্ড পালস প্যাকেজ সিস্টেম
রাত নেইদিন নেইএকাকার পিক আওয়ার-অফপিক একরেটএকই ঘ্রাণ;
ভুল রঙে ভরে দিই আকাশের পিঠগাছে গাছে নীল নীল পাতা-
একই চাঁদগোলগালজ্বোনাকির মত টিপটিপ করেহৃদয়ের মত ঢিবঢিব করে
বালিকাতোমার কানের সাদা হেডফোনে বিলি ওশন শুনিয়ে যাচ্ছে
যত্তসব আমারই কথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন