কবিতা-রাজেশ চন্দ্র দেবনাথ

ঢেউ 

রাজেশ চন্দ্র দেবনাথ 


এবার তেহারা আলোয় লিখে রাখি
দুটি বীজের মৃত্যু কথা  

আকাশের ডান কোনে মারিভয়

এক্কাদোক্কা আঘাতে  টেবিলে
পাশাপাশি তুলে রাখি 
একগুচ্ছ ভাবহীন ছায়া

তবু প্রতদিন অলস ঢেউ মুছে যায়
পায়ে পায়ে  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন