কবিতা-সেলিম রেজার ২টি কবিতা

তন্দ্রাহারা পিপাসার গান

সেলিম রেজা


হ্নদয় ঘাটের মাঝি রাত জেগে শুনে
রাধা কৃষ্ণের প্রেম কাহিনী
কর্পোরেট সময়ে কনডমের বিকিকিনি
যৌনতার ঘেরাটোপে ব্যর্থ প্রেমের জৌলুস;
বধির শহরে বেঁচে থাকা যৌবনা
প্রবল উম্মাদনায় হাওয়ার মৌসুমে
টানে কাছে ছায়াহীন এক মানুষ 
টুকরো টুকরো হয়ে যাওয়া  ভাঙ্গা স্বপ্নগুলো
আজ লজ্জাবতী, জানালার পর্দা ঠেলে পালিয়ে
যায় জোৎস্না রাতে সমুদ্র স্নানে;
ঢেউয়ের লুটোপুটি জাগায় তৃষ্ণানোনাজলে
ভাসে শরীর বুঝেও বুঝে না শিহরণ
যৌবনার বুকফাটা আর্তনাথ বাসর সঙ্গমে
ঐ ফুল শয্যায় কোন দিন ঘুমোয়নি ।





আশাপ্রদ কবিতার বৈরাগী

সেলিম রেজা


অনাগত স্বপ্নের সন্ধানে ব্যাকুল বাউল
ছুটছে হাওয়ার মতো, তমসার বুক চিরে
নতুন আলোয়, টইটুম্বুর জীবনের রহস্যে
নবতর স্বপ্ন- খোলামেলা এক দিগন্তের নেশায়।
সাঁঝের আঁধার- নিষ্করণ রাজপথ
উত্তপ্ত সৈকত, নক্ষত্রের রাতে একাকী
ইতিহাসের ক্রান্তিনীলিমায় এক বৈরাগী
জীবনের শেষ রক্তবিন্দুতে কবিতার ছন্দ মেশায়।
রেডিয়াম ধাতুর নিষ্কাষণে পরাণ পাগল
কবি তার কবিতার ছন্দে তুলে আনে
অজস্র আশাপ্রদ কবিতা, নীলিমার রোদ্দুরে
জেগে ওঠে নতুন চর, আকাশ নীল পৃথিবীর বুকে।
নব আকাঙখায় স্বপ্নিল- স্বপ্নে একাকী বসে
শব্দ স্রোত রেখায় এঁকে যায় সুদৃঢ মানস্‌পট
নির্মল নির্ঝর প্রতিভার নীল কল্লোলে
মেতে ওঠে চেতনার ইতিহাস গড়ার স্বপ্নে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন