হে প্রিয়তমা
শেষ রাতের সীমান্তে একাকীত্বের দীর্ঘশ্বাস
লুৎফুল মির্জা
কৃষ্ণরাতের নদে
ঊত্তাল তরঙ্গের মাঝে
আলো আধারির লুকুচুরিতে
তোমার গোলাকার পৃথিবীটাকে
আদরের দস্যিপনার ঝড়ে
আমার করে নেই
ভালোবাসায় জড়িয়ে ...
ঊত্তাল তরঙ্গের মাঝে
আলো আধারির লুকুচুরিতে
তোমার গোলাকার পৃথিবীটাকে
আদরের দস্যিপনার ঝড়ে
আমার করে নেই
ভালোবাসায় জড়িয়ে ...
তুমি শুধু আমার তুমি
তাই তো...
তোমাকে নিয়ে লিখবো বলেই ...
একা জানালায় বসে
হৃদয়ের রঙে...
আকিবুকি আঁকছি
সাদা কাগজে
ভালোবাসার ঢঙ্গে...
তাই তো...
তোমাকে নিয়ে লিখবো বলেই ...
একা জানালায় বসে
হৃদয়ের রঙে...
আকিবুকি আঁকছি
সাদা কাগজে
ভালোবাসার ঢঙ্গে...
তোমার মত করে যে আর কাউকে ভালোবাসতে পারিনি,
তবে কেন?
গলা চড়িয়ে বলতে পারবো না,
আমাদের উষ্ণতার কথা,
কেন পারবো না বলতে
ভালোবাসার বাঁধ ভাঙ্গা জোয়ারের কথা?
তবে কেন?
গলা চড়িয়ে বলতে পারবো না,
আমাদের উষ্ণতার কথা,
কেন পারবো না বলতে
ভালোবাসার বাঁধ ভাঙ্গা জোয়ারের কথা?
.............................. .........
.............................. .........
.............................. .........
..............................
..............................
তোমার প্রতি অগাধ ভালোবাসা
হে প্রিয়তমা...
হে প্রিয়তমা...
শেষ রাতের সীমান্তে একাকীত্বের দীর্ঘশ্বাস
লুৎফুল মির্জা
একাকীত্ব পিশাচের নখের আঁচড়ে
মুর্হমুহু আক্রমণে পড়ে থাকে
রক্তাক্ত মৃতপ্রায় হৃদয়
একাকী নিঃস্তব্ধ প্রহরে...
মুর্হমুহু আক্রমণে পড়ে থাকে
রক্তাক্ত মৃতপ্রায় হৃদয়
একাকী নিঃস্তব্ধ প্রহরে...
এই নিঃস্তব্ধ প্রহরে
হে একাকীত্ব
আমাকে আর ক্ষতবিক্ষত করো না
আমায় যেতে হবে প্রিয়ার মনের গহীনতলে
প্রণয়-বীণা থেমে যাওয়ার আগে...
হে একাকীত্ব
আমাকে আর ক্ষতবিক্ষত করো না
আমায় যেতে হবে প্রিয়ার মনের গহীনতলে
প্রণয়-বীণা থেমে যাওয়ার আগে...
শেষ রাতের সীমান্তে
কিশোরী প্রেমের দস্যিপনায়
যুবকের ভালোবাসার উল্লাসে
রাতের আধারে,শশ্মানের নিঃস্তব্ধতায়
একাকীত্বের দীর্ঘশ্বাস
পালিয়ে যায় নীলিমায়,একান্ত গোপনীয়তায় ...
কিশোরী প্রেমের দস্যিপনায়
যুবকের ভালোবাসার উল্লাসে
রাতের আধারে,শশ্মানের নিঃস্তব্ধতায়
একাকীত্বের দীর্ঘশ্বাস
পালিয়ে যায় নীলিমায়,একান্ত গোপনীয়তায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন