ছোটগল্প-দুর্জয় বৈদ্য

অহং

দুর্জয় বৈদ্য


মুঠোফোনটার
পর্দার দিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে আছে গৌতম আরো সুনির্দিষ্টভাবে বললে এগারো ডিজিটের একটা মুঠোফোন নাম্বারের দিকে কিছুক্ষণ আগে এই নাম্বার থেকে এই নাম্বার থেকে একটা ফোন এসেছিল রিসিভ করতেই সেই বহুচেনা , মনের মাঝে স্থায়ী বসত গড়ে তোলা কণ্ঠস্বর চার বছর পর ফোন করে রূপু একবারের জন্যও জানতে চায়নি গৌতম কেমন আছে , কী করছে কোন একটা অদ্ভুত আবেগকে কুয়াশার অবগুন্ঠণে ঢেকে রূপু কেবল জানিয়েছে সে আসছে সে আসছে গৌতমের শহরে , একঘন্টার একটা যাত্রাবিরতিতে বিমানবন্দরে যদি গৌতম আসে তাহলে দেখা হবে দেশটা সম্পূর্ণভাবে ছাড়ার আগে তাকে শেষবারের জন্য দেখার বড্ড ইচ্ছা রূপুর

আজকে যে শহরে রূপু ফিরছে সেটাতে একসময় বিকেলগুলোর দখলদারিত্বের খেলায় মেতে ছিল গৌতম আর সে ; একসাথে , এক হয়ে সমস্ত অবৈধ বৈধতাগুলোকে যখন দুজন একত্রে মুঠোবন্দী করে জমা করছিল ভবিষ্যতের জন্য , তখনই রূপু চলে যায় গৌতমকে একা করে ; ঠিক বারো ভূতের এই শহরের মতো বলা চলে , গৌতমই তাকে যেতে বাধ্য করেছিল একরকম

তাদের ভবিষ্যৎটা হয়তো মধুর হতে পারতো কিন্তু সেটা ছিল চূড়ান্ত অনিশ্চিত রূপুর ফ্লুরোসেন্টের আলোয় অভ্যস্ত হওয়া চোখ জোনাকির মৃদু আলোয় উচ্ছ্বসিত হতে পারতো হয়তোকিন্তু সেটা কেবল ক্ষণিকের জন্য জীবন নামক লম্বা রেসের ট্র্যাকের জন্য শুধু ভালোবাসা নামক জকিটা যথেষ্ট নয় কখনোই এসব ভেবেই গৌতমই হাঁপ ছেড়ে বাঁচতে দিয়েছিল রূপুকে , তাদের ভালোবাসাটাকে ; রূপুর শত অনুরোধ সত্ত্বেও

রূপুদের মতো মেয়েরা শত চেষ্টা করেও একা থাকতে পারে না রূপুও পারে নি বাবা-মা পছন্দের পাত্রকে বিয়ে করেছিল সে এরপর গত চার বছর তাদের মাঝে কোন যোগাযোগই ছিল না নীরবতাটা তাদের দুজনের মধ্যে কেউই ভাঙ্গে নি আজ এতোদিন বাদে সাতান্ন সেকেন্ডের ফোনালাপ অনেকগুলো অতীতকে যেন জাগিয়ে তুললো গৌতমের সামনে , একসাথে সে ভাবতে লাগলো তাদের রোদ পেরিয়ে যাওয়া বিকল দিনের দীঘল গানগুলোর কথা , শিশিরভেজা রাতগুলোর কথা নিয়মানুযায়ী বর্তমান স্বামীকে নিয়ে রূপুর সুখেই থাকার কথা বিত্ত , বৈভব , শ্রীকোনকিছুতেই গৌতম তার সমকক্ষ নয় , বরং অনেক ক্ষেত্রে পিছিয়ে যোজন যোজন কিন্তু কেন যেন গৌতমের কেবল মনে হতে লাগলো রূপু আসলে ভাল নেই কেবল ভাল থাকার অভিনয়ে ভালো করে চলেছে ক্রমাগত একসাথে করা সেইসব থিয়েটারের মতো গৌতম ভাবতে লাগলো রূপু আসলে এখনো তার ফেলে যাওয়া পথের কথা ভেবে মন্ময় হয় , নাহলে এতগুলো বছর পরে কেন এই যোগাযোগ ! এইসব ভাবনায় বিভোর গৌতমের নিজেকে জীবনের সবচেয়ে সুখী মুহূর্তে আসীন বলে মনে হয় এতো কিছু থাকা সত্ত্বেও একটা মানুষ রূপুকে সুখী রাখতে পারলো না , হেরে গেল গৌতমের ভালোবাসার কাছেএই ভাবনা ক্রমাগত গৌতমের মনে অহং-এর সঞ্চারণ ঘটাতে লাগলো

সারাটা দিন পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারের আলো মেখে নিজেকে গর্বিত ভেবে নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত হয় গৌতম অনেকদিন পর ক্লিন শেভ করেছে সে নিজেকে এতো যত্ন নিয়ে তৈরি করে এর আগে এতোবার আয়নার সামনে মহড়া দেয় নি সে হাতে একটা ্যাপিং করা বক্স নিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকার সময় হুট করে অন্যরকম একটা ভাবনা এসে জুটে গৌতমের মনে যদি সে দেখে , রূপু আসলেই অনেক সুখে আছে তার স্বামীর সাথে ! এমনকি গৌতমের সাথে থাকার চেয়েও বেশি সুখে ! তাহলে তার কী হবে ! সারাটা দিন যে ভাবনাটা তাকে পৃথিবীর সর্বাধিক সুখী মানুষের একজন করে তুলছিল , সেটা তো তাহলে বালির বাঁধের মতো ভেঙ্গে যাবে এসব ভাবনা-চিন্তার ডামাডোলে যখন গৌতমের মস্তিষ্কে একটা নিউরাল গ্যাপ সৃষ্টি হচ্ছিল , ঠিক তখনই সরব হয়ে উঠলো তার মুঠোফোনটা স্ক্রিনে ভেসে উঠলো সকালের সেই নাম্বার খানিকক্ষণ ভেবে গৌতম মুঠোফোনটা সুইচড অফ করে দিল পা বাড়ালো নিজের বাসার দিকে

রাতের বেলার চাঁদটাকে মাথার ছাতা করে ঘরের পথে ফিরতে থাকা মধ্যবয়স্ক মানুষটা জীবনে বহুবার ডুবেছে , গভীর থেকে গভীরে তলিয়েছে বেশ কবার জীবনের খেলাঘরে খেলতে খেলতে খুইয়েছে প্রায় সব রূপু তার সাথে থাকলে অধিক সুখে থাকতোএই শেষ অহংবোধটা আর হারাতে চায় না সে এটাই তার বাদবাকি নিঃসঙ্গ জীবনপথটার একমাত্র অফুরান রসদ এটার ভাঁড়ার সে কোনভাবেই শেষ হতে দিবে না  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন