কবিতা-অনিরুদ্ধ সাগর

এই সমতলে

অনিরুদ্ধ সাগর


আরোপিত নয়, রোপিত জমিনে ফসলের আলোড়ণ
আলোর আলয়ে পোয়াতি বধুয়া সুলোলিত মধুবন
মহাকাল তুমি দিওনা আমায় এখনি যাবার তাড়া
আমাকে ভেঙে আরো এক আমি রয়েছে- দরজায় দাড়া

শুনো হে দুনিয়া, বিশ্ববাসী; চোতা কর ফের আপডেট
তৃতীয় বিশ্বে মাথাপিছু ঋণ, হবে- আরো একবার আপগ্রেড !

কবিতা-শর্মিষ্ঠা ঘোষ

পালতু

শর্মিষ্ঠা ঘোষ 


প্রত্যাশামতোই দৈববাণী হোল 
সাগরসৈকত তখন ক্লান্তিতে ভেঙ্গে পড়েছে 
ফিরেগেছে উচ্ছল ঢেউয়ের মাথায় শুক্তির কথামালা 
ভবিতব্য বোরিং হ্রেষাধ্বনি হ্যানত্যান ঘ্যানঘ্যান
সাদা থেকে খাকী পরিশেষে সেতুবন্ধন 
একরাশ শূন্যতা আপনমনে ঘুরঘুর করে 
হবিষ্যির ঘিয়ের প্রদীপে 
প্রশ্নবহুল দেয়ালে হুজুগে মোমের আলো কাঁপে 
তরজার ছররা ধুইয়ে দেয় পথের রক্তচিহ্ন 
ইতিউতি গা শুঁকি ক্ষণক্রোধে 
তর্জনী স্তিমিত হয় ঘরোয়া অভ্যাসে 
নির্বিরোধ গার্হস্থ্য চই চই ডাকে পালতু যত জীব

কবিতা-রনক জামানের ২টি কবিতা

ইহাও একটি কবিতা হবার কথা ছিল

রনক জামান


আজকালের মধ্যেই আমি মানুষ হয়ে যাব যেন কবে কবে অমানুষ ছিলাম
কেন কেন অমানুষ ছিলাম উইল ফাইন্ড দ্য এরোর!
আমাদের মানুষ হতে হয় ইউরোপআমেরিকা চেনার তাগিদে
আমাদের মানুষ হতে হয় তর্জনী মধ্যমার ভি সাইন বোঝার নালিশে
আমাদের মানুষ হতে হয় গৃহপালিত পশু হবার সুবিধায়
আমাদের মানুষ হতে হয় সহজ কিছু হিসেব পাকিয়ে জটিল সমাধানে
আমাদের মানুষ হতে হয় স্বর্গ আর নরকের সেই গানিতিক জ্ঞানে
আমাদের মানুষ হতে হয় অপ্রাসঙ্গিক যত বাকিসব জানতে
অথচ নিজেকে চেনার জন্য এতকাল অমানুষ হয়ে ছিলাম যতটুকু চিনেছি
জেনেছিতারও বেশি অচেনা অজানা রয়েছি তোমাদের জগতে
লেট মি বি  মানুষ অব ইউর খোঁয়াড়!

আমার স্বপ্নগুলো

রনক জামান


আমার স্বপ্নগুলো অন্যরকম ফাঁকে ফাঁকে চলে বিজ্ঞাপন বিরতি
টস করে হিসেব মেলাই কোনটা কখন দেখবঅগোছালো স্বপ্নের শিডিউল;
ট্রেনের হুইসেলকে রেফারীর বাঁশি মনে হয়লালকার্ডকে ভেবে বসি ট্রাফিক সিগনাল,
এইবুঝি খেলা শুরুএইবুঝি যাত্রাবিরতি অথবা বিরতির কোন যাত্রা
আমার স্বপ্নগুলো অন্যরকম তিন সেকেন্ড পালস প্যাকেজ সিস্টেম
রাত নেইদিন নেইএকাকার পিক আওয়ার-অফপিক একরেটএকই ঘ্রাণ;
ভুল রঙে ভরে দিই আকাশের পিঠগাছে গাছে নীল নীল পাতা-
একই চাঁদগোলগালজ্বোনাকির মত টিপটিপ করেহৃদয়ের মত ঢিবঢিব করে
বালিকাতোমার কানের সাদা হেডফোনে বিলি ওশন শুনিয়ে যাচ্ছে
যত্তসব আমারই কথা

কবিতা-রাজেশ চন্দ্র দেবনাথ

ঢেউ 

রাজেশ চন্দ্র দেবনাথ 


এবার তেহারা আলোয় লিখে রাখি
দুটি বীজের মৃত্যু কথা  

আকাশের ডান কোনে মারিভয়

এক্কাদোক্কা আঘাতে  টেবিলে
পাশাপাশি তুলে রাখি 
একগুচ্ছ ভাবহীন ছায়া

তবু প্রতদিন অলস ঢেউ মুছে যায়
পায়ে পায়ে