কবিতা-শামীম পারভেজ

কতোটুকু স্বপ্ন পূরণ হয়েছে তোমার !

শামীম পারভেজ 


সবুজ শাড়ি 
নক্সি করা আঁচল ...
সরষে ফুলের দুল
বেলী ফুলের সুগন্ধি মালা 
রবির সোনালী আলোয় ঝলমল তোমার চেহারা 
রাতের জ্যোৎস্না ভিজা দেহ 
রূপে রূপবতী তুমি
কতো তীক্ষনো দৃষ্টি তোমার প্রতি

তোমার সারা দেহে 
বয়ে চলেছে ছোট বড় শিরা ধমনী
কোষে কোষে জমেছে পলি আর পলি
উর্বর করেছে তোমার স্বাস্থ্য 
তোমার রূপ দেখে পাগল সবাই 
আর তোমাকে নিয়ে কাড়াকাড়ি মারামারি 
স্বার্থের ভালোবাসায় জড়াতে চায় আজীবন 
প্রলোভন দেখিয়ে ছিনিয়ে নিতে চায় তোমার সব কিছু

সংগ্রাম আন্দোলনে 
তোমাকে আকড়ে রেখেছে 
তোমার বুকের সোনার সন্তানেরা 
জান দিয়েছে 
প্রাণ দিয়েছে 
রক্ত দিয়েছে 
রক্তের লাল রং রঞ্জিত করেছে মাঠ ঘাট প্রান্তর 
স্বাধীন করেছে তোমায় 

শান্তিতে সুখে আরামে আয়েশে থাকতে 
কতোটুকু স্বপ্ন পূরণ হয়েছে তোমার !

1 টি মন্তব্য: