দেবী, তোর জন্য অর্ঘ্য
জমাতুল ইসলাম পরাগ
আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করে
খুব যতনে কপাল ছোঁয়া চুলগুলো সব সরিয়ে দিতে
সুভাসহীনা ফুলগুলো সব খোঁপার ভাজে
গুঁজে দিতে ইচ্ছে করে
বুকের জমিন পেতে দিয়ে পা দুটি তোর যাক মাড়িয়ে
নিটোল পায়ের দাগগুলো সব বুকের পরে
যাক না ছুঁয়ে।
ভালবাসার কথামালায় যাসনে ভুলে
এই অর্বাচীন
খুব গোপনে মুখ লুকিয়ে তোকে কত ভালবাসে।
মিষ্টি মুখের হাসি যত ঠোঁটের ভাঁজে
রাখিস যদি সযতনে, জানতে পারি প্রেমের দেবী
কোন নাগরের ভালবাসায় হাসি এত খলখলিয়ে?
আমার না হয় প্রগল্ভতায় আবেগ গুলো কথার তোড়ে
যাচ্ছে ভেসে যেমন নিত্য যায় যে ভেসে
মনের কথা হাসির ছলে হেলায় ফেলায়
বলে যাওয়ায় দোষ টা আমার
নিস যে ক্ষমে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন