কবিতা-সুমন্ত গোস্বামী

মিথ্যে প্রেমিক

সুমন্ত গোস্বামী


আবার মেঘে রঙ মেখেছে, বলতে গিয়ে চুপ
আমি আকাশ ধুয়ে নতুন করে, লিখব তোর রূপ
মিথ্যে কথাই যত্নে সাজাই, মিথ্যে দিয়ে সব
কথার পিঠে মিথ্যে বোঝা, মিথ্যে অবয়ব
বলা না বলা হাজার শব্দ, শরীর ধারন করে
সামনে আসে, দাঁড়ায় বসে, মিথ্যে হাসি হাসে
অনেক রকম ভালো-মন্দ, মিথ্যে কথার স্রোত,
মিথ্যে প্রেমে সত্যি গালি, মিথ্যে অভিযোগ
পাঁচ-সাত জনম ধরে, খুঁজে চলেছি যাকে,
শুনতে পেয়ে অবাক হবি, সে তুই নোস
এক অরূপ রতন হারিয়ে গেছে, খুঁজতে যাবি মিছে
অবাক রাতে কষ্ট পাবি, নষ্ট হবার ভয়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন