কবিতা-সাবিত সারওয়ার

বর্ষাকালে

সাবিত সারওয়ার 

বর্ষাকালে বনফুলেরা ঘোমটা খুলে হাসে
প্রাণ পেয়েছে চুপসে থাকা শুকনো দুর্বাঘাসে
গ্রাম্য বধূর হাস-পালনে লাভ এসে ডিমে
ফল এসেছে উঠোন জোড়া ঔষুধি গাছ নিমে

কাঠাল পাতার সবুজ রঙের জিল্লা পেয়ে নাচে
টুনটুনিরা ঘর বেঁধেছে দাদুর পেয়েরা গাছে
দাদির গাছে দুলছে আহা আমড়া বুবুর দুল
কদম গাছে বইছে মেলা হলদে রঙের ফুল।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন