ছোটগল্প-সিয়ামুল হায়াত সৈকত

অতঃপর ভালোবাসি

সিয়ামুল হায়াত সৈকত


দুপুররাত্রি তলিয়ে যাচ্ছে পিদিমের আলোর শেষ অংশটুকুও সাথে নিয়ে এপাশের
বিরাট মাচায় পাশাপাশি আটসাঁট করে বসে দুইটি শালিক একটি বর শালিক অন্যটি
বউ শালিক তাদের সাথে জেগে আছে অর্ধাঙ্গি চাঁদ পাশে অসংখ্য জোনাকপোকার
দল দুজনে গীতিকাব্য গাইছে আর অন্ধকারের মৌনতা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ
সময়গুলো উপভোগ করে চলছে কোন রকম শারীরিক চাহিদার উর্ধ্বে হয়তো এটাই
প্রেম কিংবা চাহিদার পূর্বাভাস এটাই সব

-
এহেমমমম..
-
চাদঁটা তোমার কাশিতে লজ্জ্বা পেয়েছে দেখো কুজ হয়ে গোমটা দিয়ে আছে !!
-
চাঁদ লজ্জা পায় বুঝি ?
-
তা জানিনা
-
তাহলে..
-
তাহলে তোমার হাতখানি ছুঁই পা খানি ছুঁই মাফ চাইইইই ভুল বলেছি..
-
উহুঁ! কি বলছো ?
-
ভালোবাসি ভালোবাসি..সেই...কাছে দূরে..বাজাই বাঁশী..ভালোবাসিইইইই...
-
পাগল..পাগল হিহিহি..
-
পাগলিনী..হিহি..

বউ শালিকটি হাসছে সাথে বর শালিকটিও হাসি কৃত্রিম নয় পৃথিবীর শুদ্ধতম
হাসিগুলোর মধ্যে একটি দুপুর রাত্রি শেষ হচ্ছে একেবারে ভোর ছুঁই ছুঁই
অবস্থা শেষ প্রহরে বউ শালিকের কোলে মাথা রেখে বর শালিক ঘুমোচ্ছে পাশে
ঝিঝি পোকা ডাকছে রাত্রি এই শেষ হলো বলে..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন