ধাবমান সময়
স্বরূপ গোস্বামী
হৃদয় অন্তহীন
তবু ভাবনারা আজও সংকীর্ণ।
আজও জীবনানন্দ রা খুঁজে ফেরেন---
বিদর্ভের বনলতা সেনকে।
আজ নিঁখোজ সুনীলবাবুর----
সেই বাসস্টপ এ তিন মিনিট দেখা
নীরা।
কফিহাউসের সেই আড্ডাও আজ বিলীন।
শক্তিবাবুও আজ ঘরে কড়া নাড়তে
ভূলে গিয়েছেন।
তবু পৃথিবী ঘুরছে, সূর্য উঠছে--
তারারাও একা একা জেগে চলেছে
রাতের পর রাত----
কারও জন্য
কারও জন্যই নয়।।
"অসম্ভব সুন্দর"।
উত্তরমুছুন