অবকাশ
রায়ান নূর
স্বপ্নের মাঝে খেলা করে রুপালী হরিণ;
মায়ায়,কামনায় জর্জরিত নিস্প্রভ যযাতি ৷
আত্নহননের আর্তচিৎকারে ডুবে যায়
নিশীথের প্রদীপ গাঢ় অন্ধকারে
হৃদয়লতার কিঞ্চিৎ বক্রতায়;
শুভ্র আকাশে ঝরে পড়ে নক্ষত্রের বয়ান
নদীর দুকূলে ঘোলা জলে দৈবাৎ ৷
কেমন হেসে খেলে
জীবনের পাড় ভাঙে বৃষ্টিহীন বর্ষায় ;
আকুল ব্যকুলতায় জেগেছিল নদী
ভাটায় হয়ে গেল চরম ক্ষয়
স্তব্ধ চন্দ্রের দীপ্তিময় চাহনীতে ৷
মনটা উদ্ভ্রান্ত পথিকের নির্লিপ্ত নয়নে
যেন এক টুকরো পোড়া রুটি;
তবু একটু অবকাশ চাই
সীমাহীন গোলযোগের প্রগাঢ় দুপুরে
অসীমের তুচ্ছ খন্ডিত সীমানায় ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন