সাক্ষাতকার-রাজেশ চন্দ্র দেবনাথ
সাহিত্য-কাননঃ শুরুতেই যদি পরিচয়টা জানা যেত ভালো হতো,আপনার নাম,পেশা এবং নিজেকে নিয়ে কিভাবে ভাবতে ভালো লাগে?
রাজেশ চন্দ্র দেবনাথঃ নিজেকে নিয়ে যদিও বিশেষ কিছু ভাবিনি । মা-বাবার দেওয়া নাম রাজেশ চন্দ্র দেবনাথ , পেশায় গৃহশিক্ষক ।
সাহিত্য-কাননঃ সাহিত্যের সাথে আপনার পরিচয় কি করে?
রাজেশ চন্দ্র দেবনাথঃ হঠাৎ করে ...
সাহিত্য-কাননঃ কি ধরনের লিখা আপনার পছন্দ?
রাজেশ চন্দ্র দেবনাথঃ যে লেখা আমাকে নিঃশ্বাস নিতে দ্যায় ।
সাহিত্য-কাননঃ সাহিত্যের কোন বিষয়টি আপনার নিকট অধিক আকর্ষনীয়?এবং কেন?
রাজেশ চন্দ্র দেবনাথঃ কবিতা ও গল্প , তবে এর সাথে উপন্যাস পড়তে বেশ ভালো লাগে।
সাহিত্য-কাননঃ কবিতাকে আপনি কিভাবে দেখেন?
রাজেশ চন্দ্র দেবনাথঃ কবিতা আমার কাছে প্রথম প্রেমিকার মতো । যে কখনো ছেড়ে চলে যায় , কখনো ফিরে আসে।
সাহিত্য-কাননঃ পূর্বের তুলনায় বর্তমান মানুষেরা কবিতার উপর আগ্রহ হারিয়ে ফেলছে-কথাটির সাথে কি আপনি একমত?যদি তাই যদি হয় তাহলে এর কারণ কি?
রাজেশ চন্দ্র দেবনাথঃ আগ্রহ হারিয়ে ফেলছে বলাটা বোধহয় ঠিক হবে না । তবে অনেকের কাছে কবিতা আজ বেশ দুর্বোধ্য ।
সাহিত্য-কাননঃ যাদের লিখা আপনার ভালো লাগে,সে সম্পর্কে যদি বলতেন...
রাজেশ চন্দ্র দেবনাথঃ শক্তিপদ ব্রহ্মচারী , সুবোধ সরকার , শক্তি চট্টোপাধ্যায় ,হেলাল হাফিজ এদের কবিতা সবসময় ভালো লাগে । তবে শুন্য দশকের কবিদের মধ্যে সানি সরকার , রাজেশ শর্মা , সানাউল্লাহ সাগর , নাজমুল হাসান , তানজিন তামান্না ,জিয়াবুল ইবন , তমালশেখর দে সহ আরো অনেকের লেখায় বেশ নতুনত্ব খুঁজে পাই ।
সাহিত্য-কাননঃ আপনার মতে সাহিত্যের শোভনটা কিরকম হওয়া উচিত?
রাজেশ চন্দ্র দেবনাথঃ যার যার কাছে এই সাহিত্যের শোভনটা ভিন্ন । তবে স্বাধীনতা থাকা উচিত বলেই আমার মনে হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন