কবিতা-আশরাফুন নাহার

আলিঙ্গন

আশরাফুন নাহার


একি সখাসখি
দেখি চোখাচোখি
 মিলন আঁখির দর্পনে

আরো কাছাকাছি
করি মাখামাখি
 ওষ্ঠযুগলে অর্পনে

না নড়ে অলক
না পড়ে পলক
 হৃদয়বীণার কম্পনে

জাগবে আশা
বাঁধবে বাসা
 হংসমিথুন তনুমনে

সুখের স্পর্শ
জাগালো হর্ষ
 ক্ষণিক সুখের অনুক্ষণে

নীলমণি হার
দিলাম উপহার
 এই মধুর আলিঙ্গনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন