কবিতা-জমাতুল ইসলাম পরাগ

ঘড়ি-সূর্যের সম্পর্ক

জমাতুল ইসলাম পরাগ


দেয়ালে ঝুলন্ত ঘড়িটা আজ অচল
ডায়ালগুলোও মরচে পড়া।
এক সময় ঘড়িতে চাবি ছিল, চাবি দেওয়ার লোক ছিল
সময় দেখে কাজে বের হওয়ারও তাড়া ছিল।

আজ ঘড়িতে চাবি নেই,
চাবি দেওয়ার লোক নেই
কাজে বের হওয়ারও কোন তাড়া নেই।

ঘড়িটার সাথে সূর্যেরও এখন কোন সম্পর্ক নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন