ছোটগল্প-মোঃ আমিনুল ইসলাম আমেল

কলস

মোঃ আমিনুল ইসলাম আমেল


এক ব্যক্তির নাম ছিলো সালাম! সে এক দিন ভোরে  জমি চাষের জন্য লাঙ্গল কাদে
নিয়ে মাঠে যায়। কিন্তু  মাঠে গিয়ে সে মনভুলা হয়ে পড়ে।আর তখন সে লাঙ্গল
নিজের কাদে রেখেই  লাঙ্গল খোজা শুরু করে!  মনে ভাবে বাড়ি থেকে লাঙ্গল
নিয়ে এলাম! তো লাঙ্গল কই রাখলাম! সে এই ভেবে সারা মাঠে লাঙ্গল নিজ কাদে
রেখে লাঙ্গল খোজতে লাগে।  এ ভাবে তার সারা মাঠে খোজা খোজি দেখে এক
ব্যক্তি বলোল ও সালাম ভাই! তুমি এ ভাবে কি খোজো? অনেক ক্ষন থেকে দেখছি।
আর বলো না ভাই! বাড়ি থেকে আসতেই নতুন লাঙ্গলটা হারিয়ে ফেলেছি! তাহলে
তোমার কাদে ও টা কার লাঙ্গল ভাই? ও হো হো রে! দেখ তো আমি কেমন বোকা!
লাঙ্গল কাদে রেখেই আমি খোজছি যে!

তারপর সালাম নিজ ক্ষেতে এসে হাল চাষ শুরু করে। হাল চাষ করেতে করতে এক সময়
লাঙ্গলের ফালে একটি পিতলে কলস বেজে/ধরা  পরে যায়! তখন সালাম খুশি হয়ে
কলসটির মাটি ময়লা  পরিষকারে জন্য নদীর পানিতে  ধুতে যায়! কিন্তু কলসটি
সালাম নদীর পানিতে ধুতে নদী স্রোতের মাঝে হাড়িয়ে ফেলে। পরে সালাম পাগলের
মত চিৎকার করে ! আর কপালে থাপর দিয়ে বলে । ধুতেই তো চলে গেলো না ধুতেই তো
ভাল ছিলো ! ওরে পেয়ে ও কলসটি হারালাম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন