ইচ্ছে
সুমন্ত গোস্বামী
আজকাল আমার ইচ্ছেগুলো ফুরিয়ে যাচ্ছে,
একশো পাতার ইচ্ছেগুলো, পাঁচ লাইনে শেষ।
জানিস, কোনো কিছুতেই আর তেমন
আনন্দ পাই না। আমার মনের বয়স যেন
হঠাৎ করে অনেকবছর বেড়ে গেছে;
ভাবিস না আমি বুড়ো হয়ে যাচ্ছি! বয়স
বাড়লেই কেউ বুড়ো হয় না। সম্যক জ্ঞানই,
মানুষের বার্ধক্যের কারন।
আর ইচ্ছে হয় না, হয়না বলেই,তোর সাথে
কথা বলায় কোনো আগ্রহ নেই; বন্ধুদের সাথে
আড্ডাও মারতে পারি না। কে একটা পিছন থেকে
তাড়া করে চলেছে,আস্ত একখানা লেজ পিছনে
ঝুলিয়ে আমার পিছনে ছুটছে, ঠিক শিম্পাঞ্জীর
মতো।
তাই আজকাল কেউ আমাকে শান্ত ভাবে হাঁটতে
দেখেনা; আমি অনবরত ছুটতে ছুটতে চলেছি।
শুধু স্ট্রেন্থ বা মেসিন ড্রয়িং আঁকতে বসলে ঘুমিয়ে
পড়তে ইচ্ছে হয়।
ইচ্ছে হয় রোজ রোজ প্রোফেসরদের লেকচার না শুনে
এক-আধ দিন জীবনানন্দের ২-৪ পাতা খুলে বসি।
ইচ্ছে হয় আমার সমস্ত ঘৃণা উগরে ফেলে একটা
ঘৃণাশুরের জন্ম দিতে; যেটা আমার সমস্ত এসাইন্-মেন্ট
সিট গুলো তুলে নিয়ে সাগরে নিক্ষেপ করবে।
কিংবা;
আমাকে ওই লম্বা তাল গাছটার মাথায় তুলে
দেবে। যেখান থেকে আমি কক্ষনো নামব না, শুধু
ওখানে বসে বসেই হাওয়ায় পা নাচিয়ে দোল খাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন