কবিতা-আবুল বশর শেখ এর ২'টি কবিতা

যুগ যুগ

আবুল বাশার শেখ


অনেক গভীরে যেতে চাই
তোমার আশার ভাঙ্গতে ভাঙ্গতে
অনেক গভীরে।

রঙের বৈচিত্র দাগ কাটে
ভাল লাগে,ভালোবাসি,
কবিতার ছন্দ উপমায়
লুকানো তোমার হাসি।

কি যে ভাল লাগে
বুঝাবো কি ভাবে,
ভেতরে কবিতা
নিরবতায় জাগে।

অনেক গভীরে যেতে চাই
দেবে কি একটু সুযোগ,
আমি মানুষ মানবতায় বাধা
যুগ থেকে যুগ।।




আলোকিত পথ

আবুল বশর শেখ 


সারা দিন কেটে যায় সষ্ট্রার সান্নিধ্য পেতে
নিয়্যাত অনেক ভারী,
সুখ টান না দিলে মাথাটা ঠিক থাকে না,অথচ
এখন দিব্যি সময় কাটে নেশা হীন।
কি অপূর্বি মহিমা,মাসটা এসেই পাল্টে দিল
কত শত,সহস্র,লক্ষ কিংবা কোটি মানুষকে
যারা ভাবতো নেশা ছাড়া এক ঘন্টাও চলা অসম্ভব
আজ তারাই পার করছে সেহরী থেকে
ইফতার পর্যন্ত দীর্ঘ সময়।
আহা খোদার কি অপার মহিমা,কি নেয়ামত
মানুষকে দিয়েছেন আলোকিত পথ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন