কবিতা-মোঃআমিনুল ইসলাম আমেল

কইরো আয়োজন

মোঃআমিনুল ইসলাম আমেল


ওগো যে দিন আজরাইল আইসা যখন
আমার জানটা লইয়া যাবে
কবজ কইরা
কাদবে না কাদবে না।

দেহটারে শেষ বিদায়ের
কইরো আয়োজন
আমার স্বজনরা!

কেউ বা মাইপে এলাউ করে ছড়ায়া দিও
আমার মূত্যুর খবরটা গোছল করায়া কাপড় পড়ায়া রাইখো শোযায় !

আবার কেইবা আতর গোলাপ মাইখা রেখো পাশে আগর বাতি জ্বলায়া!

ওসমবেধনা দেখবে আমার শেষ মুখ ভিরাভিরিতে সবাই মাটি দিতে আইসা!

স্বজন আর প্রতিবেশীরা কাতার সাজিয়া
জানাজার নামাজ পড়ে কালেমা পড়িয়া পড়িয়া
লয়া যায়ো।

রাইখো আমায় অন্ধকার ঘেরা আমার মাটি আপন বাড়িটায় !

ভুল করলে ক্ষমা করে
দোয়া করো খোদায় যেনো আমায় কর পরম সুখের জান্নাতিয়া!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন