মোহনায় বিষাদ নীলিমার সংসার
সিয়ামুল হায়াত সৈকত
হিশেবের সন্ধিরা বাকাঁ গ্রিনলাইন ধরে ডানপিটে হয়
অবৈধ কাকপাখি শহরের কার্ণিশে স্বপ্ন বোঝাতে ব্যর্থ
ঝাঁপি খোলা রিক্সায় কেউ চাঁদ জুড়ে দেয়
অপরাধ কিছুটা সময়েরও !
সুই সুতোর ডাস্টবিন দুঃখ বোঝেনা
সুই সুতোরা অনেক দূরে -
কেউ নেই হতাশার ছাদগুলোতে
কাকপাখির গানে কাকপাখিই সাইড নায়ক।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন