নিমন্ত্রণ
দীননাথ মণ্ডল
এসো বন্ধু আমার গাঁয়ে
শিশির চুম্বন দেবে পায়ে।
ঘুরতে যাবে সবুজ মাঠে
বন্ধু হবে গাছের সাথে।
মাঠটি ঢাকা সবুজ চাদর
বসলে তোমায় করবে আদর।
দোয়েল ফিঙে অনেক পাবে
ঘোরার সাথী হবে।
শিউলি ফুলের সুবাস এসে
উপহার দেবে ভালোবেসে।
নৌকা নিয়ে ঘুরতে যাব
শীতল বায়ুর সঙ্গ পাব।
পদ্ম শালুক দেখব ঘুরে
নদীর সারা বক্ষ জুড়ে।
শোল ছিমড়ি বাটা কই
পানকৌড়ি ধরবে ওই।
নদীর চড়ায় নামব মোরা
দেখব শুধু বালুর ছড়া।
সাঁঝের বেলায় জোনাকির আলো
দেখলে তোমার লাগবে ভালো।
ইচ্ছে হবে রাখতে ধরে
নিয়ে যেতে ওই শহরে।
ঘুরতে এসো বন্ধু তুমি
ফেলে তোমার শহর ভূমি।
আনবে সাথে উদার মন
রইল তোমার নিমন্ত্রণ।
খুবই সুন্দর হয়েছে। দাদা অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনমোঃ বেলাল হোসেন রানা
কবি প্রাবন্ধিক ও অংকনশিল্পী।
01785620143
ধন্যবাদ বেলাল হসেন রানা
উত্তরমুছুন