কবিতা-শাব্বীর আহমাদ

আমার জীবন দর্শন

শাব্বীর আহমাদ


আমি দেখেছি জীবন কতটা মর্মান্তিক 
আমি দেখেছি মাকড়সা জালের মত 
নৈতিকতা-অনৈতিকতার ফাঁদে আটকে পরা 
পোঁকার মত হাঁসফাঁস করছে মানুষ 

আমি দেখেছি ভ্রমের মত আশার পেছনে 
কী ভীষণ ছুটছে মানুষ 
আদিগন্ত উন্মাতাল সেই সবুজের দেশে যাবার 
আকাঙ্খায় কি নেশায় ফুলিয়ে যাচ্ছে ফানুস 
আমি দেখেছি কী সহজেই প্রহেলিকাকে 
প্রেম ভেবে নিয়েছে অন্ধ প্রেমিক 

আমি দেখেছিবিশাল অক্টোপাস গুলো ছড়িয়ে দিয়েছে নাগপাশ 
কী প্রকট বাঁধনে আটকে পড়েছে আমাদের সমাজ 

আমি দেখেছি আর হেসেছি 
জানি বৃথাই এইসব হুড়োহুড়ি,চিৎকার-চেঁচামেচি 
অদৃশ্যের নিগড়ে আমরা সকলেই বন্দী 

তাই চুপ করে মাথা এলিয়ে দিয়েছি 
অক্টোপাসের শুর থেকে নিক্ষিপ্ত থকথকে অন্ধকার 
অতিকায় হাতির মত এসে বুকে করে ভর 
শীর্ণ পাজরের হাড় ভাঙে মড়মড় 

ঘোলা চোখে দেখি 
একফোঁটা কেমন লাল হতে জন্ম নেয় আলোর পাখি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন