কবিতা-মোঃআমিনুল ইসলাম আমেল

আমার প্রিয় যে বাংলা

মোঃআমিনুল ইসলাম আমেল


তুমি আমার গর্ব
তুমি আমার অহংকার
তুমি যে আমার দেশ
মা গো তুমি আমার
জন্মভূমি
আমার প্রিয় যে বাংলা

তুমি নয়তো কোনো কবির কবিতা
তুমি নয়তো কোনো গল্পের রসলতা
তুমি আমার জন্মভূমি
আমার প্রিয় যে বাংলা

তোমার বুকটা চিরে গড়েছে কত
ঘর বাড়ী মহল
তুমি ফুলে ফলে বৃক্ষরাদী
ধান সবুজের শ্যামল
আমার প্রিয় যে বাংলা

ছয় ঋতুতে তুমি গড়া
হাজার নদীর ধারায়
অববাহিকা
আমার যে অঘার্ত স্বপ্ন
তুমি আঁকা
আমার প্রিয় যে বাংলা

তোমার যে রক্ত দিয়ে নিয়েছে ধূয়ে লক্ষ জনতা
মা গো বলিয়া
তুমি সারা বিশ্বে দিচ্ছ
পরিচয় করে বাঙ্গালী বলে আমার প্রিয় যে বাংলা

তোমার কোলে জন্ম
বলে সুখে
আমার যে থাকা
তোমার কোলেই মরি
এই আমার শেষ আশা
আমার প্রিয় যে বাংলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন