কবিতা-মোহাম্মদ আবদুর রশিদ

অনুশোচনার শুদ্ধতা

মোহাম্মদ আবদুর রশিদ


বর্তমান সময়ের অনুশোচনা
ভবিষ্যতের জন্য কল্যানকর,
অনুশোচনার মাধ্যমে সংশোধন না হলে
জীবন হবেনা সুখকর।

সবচেয়ে বেদনাদায়ক বাক্যটি
‘যদি এমনটা হতে পারতাম’
আকাঙ্খার অনুভূতি বলে
ভিন্নভাবে যদি নড়ে চরে চলতাম।

কোন কিছুতে অনুশোচনা হল
অপরাধের শাস্তি ও প্রায়শ্চিত্ত,
অনুশোচনায় বিদ্ধ হলে ভবিষ্যত নিশ্চয়তায়
ভাল হয়ে যায় চিত্ত।

আমি ভাল করবই আগামীকাল থেকে
ভাল করতে করব শুরু,
এভাবে আগামীকাল আসে আগামীকাল যায়
ভাল করতে মন নাহি করে উরু উরু।

অনুশোচনার মাধ্যমে সংশোধন না হলে
দোষী হিসেবে জীবন হয় ক্ষয়,
আনুশোচনায় মানসিক যন্ত্রণা না নিয়ে
শুদ্ধতার মাধ্যমে দাঁড়ানোই গৌরবময়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন