পুনশ্চ
রায়ান নূর
হারিয়ে গেছে মুক্তো সাগরমাঝে―
বিস্মিত চিত্ত খোঁজে নীরবে
পাথর আর বালির আবরণে
একবিন্দু স্নিগ্ধ মুগ্ধতা―
হারায়;সেকি থাকে তেমন
কাঁপে হৃদয় অজানা ডরে;
কিনারসঙ্কুল বালুচরে কখনো
পাই যদি বর্ণহীন ক্লিষ্ট-হীরে
চাইবো কি অবচেতন-নির্ভয়ে
সইবে কি সে হারাবার জ্বালা?
অখণ্ড মুক্তো ক্ষয়ে যদি যায়
সাগরে ডুবে যদি বর্ণ হারায়
ফিরে কি সে আগের মত?
ভারাক্রান্ত হৃদয় অকূল-ভাবনা
ভুলতে পারে না নিমিষ-যাতনা
খুঁজে চলেছি সৈকতে সৈকতে
ব্যর্থ সান্ত্বনার অখণ্ড ছলনাজালে ৷
বিস্মিত চিত্ত খোঁজে নীরবে
পাথর আর বালির আবরণে
একবিন্দু স্নিগ্ধ মুগ্ধতা―
হারায়;সেকি থাকে তেমন
কাঁপে হৃদয় অজানা ডরে;
কিনারসঙ্কুল বালুচরে কখনো
পাই যদি বর্ণহীন ক্লিষ্ট-হীরে
চাইবো কি অবচেতন-নির্ভয়ে
সইবে কি সে হারাবার জ্বালা?
অখণ্ড মুক্তো ক্ষয়ে যদি যায়
সাগরে ডুবে যদি বর্ণ হারায়
ফিরে কি সে আগের মত?
ভারাক্রান্ত হৃদয় অকূল-ভাবনা
ভুলতে পারে না নিমিষ-যাতনা
খুঁজে চলেছি সৈকতে সৈকতে
ব্যর্থ সান্ত্বনার অখণ্ড ছলনাজালে ৷
শূন্যতা
রায়ান নূর
ভুলে যাই যতো জাগতিক জ্ঞান
জাগে পশুর মতো তীব্র অনুভব,
মহাবিশ্বের শূন্য বলয়ে রাখি চোখ
দৃষ্টি ফ্যাকাসে হয় করুণ আর্তনাদে
মৃত্যুকেই শাশ্বত ভাবি ব্যাকুল মনে
হৃৎপিণ্ড থেমে থেমে যায় অসম দহনে
কেঁপে ওঠে কল্পনার সীমিত আত্নলোক ৷
শূন্য আকাশ যখন কল্পনায় আঁকি
আসে কত উদ্ভট আর ফাঁকা মূর্তি
পথভ্রষ্ট হয়ে যাই যেন খেকোজন্তু
মস্তিস্কের ক্ষরণ হয় নিমিষে আঁখি ৷
হে ঈশ্বর,বিশ্বাসে কেবল প্রশান্তি
না পারি ধরতে ক্ষীণ কল্পনায়
শূন্যতায় মিলে যায় কেবল বিবেক
মৃত্যুকেই মনে হয় ধ্রুব সত্য
মৃত্যুতে সেই কি বিস্তর পূর্ণতা ৷
ভিড়ের মধ্যে আমি কেমন একা
বন্ধু সেতো বহুদূর,স্পর্শেনা হৃদয় ৷
অনুভবে অবসাদ,বিষাদে ক্লান্তি
হরণ করেছে ঘুম দুচোখের―
নিদ্রা কেবল তুমুল ভয়ংকর
তেড়ে আসে মৃত্যুর ঘণ্টা হাতে ৷
পথ চলা বাস্তবতার দেয়ালে
অট্টালিকাশোভা যেন বাস্তবমূর্তি
সম্মোহনে নিয়ে যায় বিস্তৃত কল্পনায়,
আমি হয়ে যাই এক ভীরু শাবক ৷
হে ঈশ্বর, তোমাতেই যেন চরম প্রশান্তি
তোমার নামে,ধ্যানে,অনুভবে আনন্দ অনাবিল
তোমার অবয়বচিন্তা মৃত্যুর এক লেলিহান প্রস্তর
আর জ্বলন্ত আগুনের চেয়েও তীক্ষ্ণ সে শূন্য কল্পনা ৷
শূন্যতায় ভরা এ জগৎ সংসার
সুখ দুঃখ ভরা সব অতৃপ্তআত্না
সুখ অনুভবে,তবু সুখ বলে কিছু নেই
দুঃখ সেতো শাশ্বত শূন্যের হাহাকার ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন