কবিতা-আবুল বাশার শেখ

পরিবর্তন

আবুল বাশার শেখ


মিথ্যে বলে বিরোধী দল
সরকারী দল সত্য,
ইতিহাস নিয়ে খেলেন যারা
দিয়েছেন তারা তত্ত্ব।

দ্বৈতনীতি প্রতিষ্ঠিত
অন্তরালের খবর,
স্বাধীনতা বিলুপ্তিতে
গণতন্ত্রের কবর।

নন্দ তত্ত্ব সব নেতাদের
হয়ে গেছে মূলনীতি,
চাকুরী কিংবা ব্যবসাতে
শুধুই স্বজন প্রীতি।

মিথ্যে কথা বলা বুঝি
হয়ে গেছে ফ্যাশন,
উন্নয়নের বক্তিতা আজ
বিদ্যালয়ের সেশন।

পাথর চাপায় সত্য কাঁদে
মিথ্যে হাসে বাইরে,
সত্য ইতিহাসের ধারক
এই দেশে বুঝি নাইরে!

পুড়িয়ে ফেল ইতিহাস সব
সব শুরু হউক নতুন করে,
দেশের মানুষ হবে সম্পদ
শান্তি আসবে প্রতি ঘরে।

পেছনে ফিরে যাওয়ার সুযোগ
থাকেনা যেন আর,
এই দেশটা কারো একার না
আমাদের সবার।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন