কবিতা-জমাতুল ইসলাম পরাগ এর ২'টি কবিতা

পাঁজর ভাঙার শব্দ

জমাতুল ইসলাম পরাগ


ব্যাথা ভরা সমুদ্রে করেছি অবগাহন
প্রতিটি লোমকূপে ছড়িয়ে আছে বিষ
তরুণাস্থি ছাড়িয়ে পৌছে গেছে মজ্জায়
ক্ষয়ে ক্ষয়ে ভেঙে গেছে সমস্ত হাড়

কোন সে দখিন হাওয়া বিষ মেখে কখন
ছুঁয়ে গিয়েছিল! আজ তা আর মনে নেই
নি:শ্বাস নিতে গেলেই থেমে যায় ফুসফুস
আটকে যায় দম ভারী বুকের আর্তনাদ
আজ আর কেউ শোনে না
উড়ে যাওয়া দানবীয় বিমানের আওয়াজ
আড়াল করে দেয় পাঁজর ভাঙার শব্দ




বেখবর সে

জমাতুল ইসলাম পরাগ


পালায় শুধু আমার আকাশ দেখা হল
হল না তার চোখে চোখটি রাখা
সারাটা পথ শুধু এঁকেছি অনেক ছবি
হলো না আর তাকে আঁকা
প্রতি রোজ দেখেছে আমায় চর্ম চক্ষু নিয়ে
দেখে নি সে তার হৃদয় চক্ষু  খুলে
কতবার বলতে চেয়েছি তারে
বলা হল না কোন ভুলে!

মাঝ নিশীথে ভেবে গেছি কতবার তাকে,
ভাবনায় কেটেছে রোদ্দুর
সেই সন্ধ্যা, সাঁঝের গোধূলী রাঙা মেঘ
উড়ে উড়ে গেছে বহুদূর
দিগন্ত বিস্তৃত জোৎস্না আলোতে ভরা মুখ
কতবার চেয়েছি তা রাখুক ঢেকে
আমার বেলায় কাটে নি সে অধিকার
সরলরেখাময় আলো শুধুই গেছে বেঁকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন